• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ২০ জেলে সহ মাছধরা ট্রলার ডুবি, নিখোজ ৬

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে সহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটছে। রবিবার ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে একটি মাছধরা ডিঙ্গি ট্রলার ডুবে যাওয়া এ ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
 এর আগে বুধবার সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে অপর একটি মাছধরা ট্রলার আরও ১ জেলেকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো নিখোজ রয়েছে আবু তাহের( ৫৫), কামাল(৩৫), রিয়াজ উদ্দিন(২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫) নামের ৬ জেলে। গুরুতর আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিখোজ সকল জেলেদের চট্রগ্রামের বাঁশখালি এলাকায়।
উদ্ধারকৃত জেলেরা জানান, গত শনিবার চট্রগ্রামের বাঁশখালি থেকে ওই ট্রলারটি নিয়ে এসব জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে দুই দিন ভেসে থাকার পর তাদের উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/