• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

আরাফাত বেপারী, হিজলা / ৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালের হিজলায়ও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি হিজলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জেলেরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব আল হাসান জনি, হিজলা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদারসহ অনেকে।

সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার বলেন—
“মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় মাছের স্বাদ পায়। একইসাথে সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে।”

আলোচনা সভা শুরুর পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী শেষে দেশীয় মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/