বিদ্যানন্দনপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম মতিউর রহমানের বসত ঘড়ে আগুনদিয়েছে প্রতিপক্ষরা। শনিবার ভোরে লাড়েতে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে উল্লাস করে প্রতিপক্ষের লোকজন। জমিজমার বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়েছে বলে দারী ক্ষতিগ্রস্থদের।
সাবেক এই চেয়ারম্যানের ছেলে হারুন দফাদার বলেন, পাশ্ববর্তী ইদ্রিস আলী, শিমুল, জাহিদ, মিলন শনিবার ফজর নামাজের পরপরই তার বাড়ীতে হামলাচালায়। এক পর্যায়ে তারা লাকড়িতে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে বসত ঘড়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘড়ে। এতে আসবাবপত্র ও বাড়ঈতে রক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মভুত হয়ে যায়। এতে আমাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোসারেফ হোসেন বলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের ছেলে মেয়েরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করায় তাদের বসত ঘড়টি খালি ও তালাবদ্ধ ছিলো। হামলাকারীরা খুব সকালে জনতাবদ্ধ হয়ে ভাংচুর লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে চলে যায়।
পরে বাড়ীর অন্যান্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমহয়। ততক্ষণে আসবাপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুরে ভস্মবুত হয়ে যায়।
পরে কাজির হাট থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি যানান ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নওয়া হবে।
https://slotbet.online/