বরিশালের কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মামুন খানের জমি জোরপূর্বক দখলসহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের বাসিন্দা দুলাল গন্ধের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে মামুন খান অভিযোগ করে বলেন যে গত ৩১ আগস্ট তার পিতা ইন্তেকাল করলে যখন তার বাড়ি ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাধ্যম চলে ঠিক সেই সুযোগে দুলাল বেপারী ও আমির বেপারীগং মামুন খানদের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ট্রাক্টর নিয়ে স্বদলবলে জমিতে হাল চাষ করতে থাকে। তারপরে দিন পহেলা আগস্ট মামুন খানের চাচা ও স্বজনরা জমির কাগজপত্র ও আদালত কর্তৃক মামুন খানদের পক্ষে রায়ের কপি নিয়ে জমিতে হাল চাষরত দুলাল গংদের দেখাতে যান। তখন তারা আদালতের রায়ের কপি ছিড়ে ফেলে মামুন খানের চাচা ও চাচাতো ভাইয়ের উপর দেশিও ধারালো অস্ত্র দিয়ে নিশংস হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মামুন খানের পরিবারের পাঁচজন সদস্য।
৫৫ বছর ধরে ক্রয়সূত্রে মালিকানাধীন মামুন খানদের জমি দখলে তাদের অভিযুক্ত দুলালগংদের আইনি কোন ভিত্তি না থাকায় গত ১লা আগস্ট দিবাগত রাতে তাদের একজনের নিজ ঘরে আগুন দিয়ে মামুন খান ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পাঁয়তারা চালায় বলে অভিযোগ করা হয়। নিজেদের মধ্যে থেকে কয়েকজন মিথ্যা সাক্ষী হাজির করে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে নিউজ করার মাধ্যমে মামুন খানের পরিবারের প্রচন্ডভাবে মানহানি করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে মামুন খান তাদের জমির মালিকানার স্বপক্ষে আদালত কর্তৃক স্বীকৃতি পাওয়ার রায়ের বিস্তারিত এবং দখলদারদের বিরুদ্ধে কাজিহাট থানাসহ অন্যান্য থানায় ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার বিবরণী তুলে ধরেন। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের তৎপরতায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
https://slotbet.online/