• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন’ উপলক্ষে বরিশালে গণমিছিল অনুষ্ঠিত

তরিকুল ইসলাম / ৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

আজ মঙ্গলবার বিকাল ৪টায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম ও সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ জিয়াউল করীম বলেন-
১ বছর পূর্বে শত শত মানুষ শহীদ হয়েছিলো, মানুষের চোখের পানি ঝড়েছিল, স্বপ্ন ছিলো একটি সুন্দর, স্বাধীন বাংলাদেশের। আমরাও আশাবাদী ছিলাম, যারা শাহাদাত বরণ করেছে, তাদের ক্ষমতার লোভ ছিলো না, পদের লোভ ছিলো না। তাদের চাওয়া ছিলো দেশের মানুষ যেন ভাল থাকে। আসুন সবাই মিলে দেশটাকে ভালভাবে গড়ি। কিছু মানুষ চাচ্ছে, দ্রুত চাঁদাবাজি, টেন্ডারবাজিকে বৈধতা দেয়ার জন্য। ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের মধ্যে পিআর-এর কোন অনুভুতি জাগ্রত হয় না। সংস্কার ও গণহত্যার বিচার তারা চায় না। তিনি পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই কেবল দেশকে নতুনভাবে গড়ার আশাবাদ ব্যক্ত করেন।
চাওয়া-পাওয়ার বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থতার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুতপ্ত হওয়া উচিত। সব রাজনৈতিক দল মিলেও ফ্যাসিবাদী ও খুনি হাসিনাকে পদচ্যুত করা যায়নি। কিন্তু ছোট ছোট ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। সকল কৃতিত্ব ছাত্র-জনতার। আজ যারা ছাত্রদের আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের উদ্দেশ্য কেবলই ক্ষমতা। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বলেছিলো তারা ক্ষমতা ছাড়লে দেশ চালানোর কোন উপযুক্ত লোক নেই। ক্ষমতা ছাড়লে প্রথমদিনেই ২ লাখ মানুষ মারা যাবে। কিন্তু আমরা দেখলাম এমন কিছুই ঘটেনি। বর্তমান সরকার দেশ ভালই চালিয়েছে। মানুষও মারা যায়নি। তবে তারা যেহেতু রাজনৈতিক ব্যক্তি নয়, তাই সামান্য ভুল-ভ্রান্তি হতেই পারে। সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, অনেকে সেনাবাহিনীর ক্যু’র কথা বলছেন। সেনাবাহিনী সেদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি দল পিআর চাচ্ছে না। প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন সংস্কার করতেই হবে। অন্যথায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের জনআকাঙ্খার পুরণ হবে না।

আরোও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন নাইস, সাংগঠনিক সম্পাদক এইর এম হাসানুজ্জামান মিরাজ, মাওলানা মুহাম্মাদ রেজাউল করিম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, গাজী মুহাম্মাদ রেদোয়ান সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/