• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বিভিন্ন দাবিতে ভোলায় মানববন্ধন

এইচ আর সুমন, ভোলা / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার সকালে ভোলা শহরের সদর রোডে কে জাহান মার্কেটের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক ফোরাম ভোলা শাখার আয়োজনে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন,
জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা সভাপতি মেজবাহ উদ্দিন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, চরনোয়াবাদ মুসলিম মা. বি প্রধান শিক্ষক আবদুল্লাহ, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সুজনের জেলা সেক্রেটারী মো. মহিউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকদের বেতন সব উচ্চ সম্মেলনে থাকা দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয় শিক্ষকদের বেতন কম দেয়া হচ্ছে। বাংলাদেশ কে এগিয়ে নেয়ার জন্য সারা বিশ্বের সাথে তুলনা করে চলার জন্য সব প্রথম শিক্ষকদের উবউচ্চ গ্ৰেডে ,সবউচ্চ সম্মানে উন্নিত করতে হবে। তাই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, শিক্ষা সংস্কার কমিশন গঠন,সরকারি শিক্ষকদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নিঃশর্ত বদলী, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণসহ বিভিন্ন দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/