• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

বরিশালে মহাসড়ক অবরোধ করে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সড়ক দুর্ঘটনায় শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে সাগদী ইসলামীয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১ টায় সগরদী আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র ও শিক্ষরা এই মানববন্ধন করে। পরে মানববন্ধন বিক্ষোভে রূপ নিলে ছাত্র ও শিক্ষকরা মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কের দুই ধারে সাগদী আলিয়া মাদ্রাসা থেকে রূপাতলী বাসস্ট্যান্ড ও সাগরদী আলিয়া মাদ্রাসা থেকে নথুল্লাবাদ প্রযন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে পথচারি ও যানবাহনে যাত্রীরা।

সাগরী আলিয়া মাদ্রাসার শিক্ষাক খালিদ হোসেন বলেন, মাদ্রাসার সামনে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনার ঘটছে। গত ৩ আগস্ট মাদ্রাসার সহকারী শিক্ষিকা মড়িয়ম আক্তার এই সড়ক পারাপারের সময় আহত হয়। বেপরোয়া গতিতে এ সড়কে যান চলাচল করার ফলে প্রায় দিনই শিক্ষার্থী ও শিক্ষকরা দূর্ঘটনার শিকার হয়। আজ এরই প্রতিবাদে ও মাদ্রাসার সামবে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এই বিক্ষোভ ও সড়ক অবোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল খান বলেন, আজ সকালো স্পিড ব্রেকার এর দাবিতে সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন এবং তাদের সাথে এলাকাবাসী ও সম্পৃক্ত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এটা শুধু শিক্ষার্থীদের দাবি না অত্র এলাকাবাসীর সকলের দাবি। এখানে বিগত দিনে বহু দুর্ঘটনা ঘটেছে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে পঙ্গু হয়েছে আমরা চাই অতি দ্রুত এখানে একটি স্প্রিট ব্রেকার নির্মান করা হোক।

আরো এক ভুক্তভোগী নাজমুস সাকিব শুভ বলেন, কিছু দিন আগে এই মাদ্রাসার সামনে বাসের বেপরোয়া গতির কারনে আমি নিজে দূর্ঘটনার শিকার হই। বাসটি অতিরিক্ত গতিতে এসে আমার মটোরসাইকেলে পিছনে আঘাত করে। এতে আমি আহত হই।
সড়কে চলাচলকারী সিএনজি চালক দেলোয়ার হোসেন বলেন,শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি যৌক্তিক তবে সড়ক অবরোধের ফলে আমাদের কে কয়েক ঘন্টা সড়কে আটকে থাকতে হয়েছে।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ করে কোন ধরনের সভা সমাবেশ করা যাবেনা মর্মে নির্দেশনা রয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বেলা ১ টার দিকে আন্দোলন কারী শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/