 
						নিরাপদ পনির নিশ্চয়তায় বরিশালে স্থাপিত পানি শোধনাগার দ্রুত চালুর দাবিতে রবিবার ৩ অগাস্ট সকাল ১০ টায় বরিশাল বিডিএস মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোারাম এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ এবং উন্নয়ন ফোরামের আহবায়ক অধক্ষ্য গাজী জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোারাম এর আহবায়ক শুভংকর চক্রবর্তী, বরিশাল পরিবেশ এবং উন্নয়ন ফোরামের সদস্য সচিব জনাব এ্যাডভোকেট ষুভাষ দত্ত প্রমূখ বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বরিশাল নগরীর ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নীচে নেমে যাচ্ছে যা পরবর্তীতে নগরীতে পরিবেশ বিপর্যয়সহ নানাবিধ অসুবিধার সৃষ্টি করবে। তদুপরি প্রান্তিক পর্যায়ে সুপেয় পানির অভাব দীর্ঘদিনের। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সময় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্থাপনের দাবী-জানিয়ে আসছি। এর পেক্ষিতে ২ টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নগরীতে স্থাপনের উদ্যেগ নেয়া হলেও বিভিন্ন জটিলতা ও অনৈতিক কারনে সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছেনা। দীর্ঘ দেড়যুগ সময় অতিবাহিত হলেও এই সমস্যার স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। আমরা বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এর পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসক এর হস্তক্ষেপ এবং অবিলম্বে ওয়াটার ট্রিটমেস্ট প্লান্ট দুটি চালুর দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, দীর্ঘসুত্রিতার কারনে প্রকল্প বাতিল হলে অথবা সুপেয় পানির সরবরাহ কম হলে তার নেতিবাচক প্রভাব ও জনজীবনে দূর্ভোগ বয়ে আনবে। তাই বরিশাল সিটি কর্পোরেশনে জরুরী ভিত্তিতে পানি শোধনাগার প্রকল্প সহ সুপেয় পানির অভাব মেটাতে এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের বলিষ্ট পদক্ষেপ এবং সৃষ্ট সমস্যাসমূহের সমাধানে দাবি করছি।
মতবিনিময় সভায় বরিশালের স্থানীয় জনগণ এবং পরিবেশ সচেতন মানুষ, যুব প্রতিনিধি, শুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মী সহ অনেকে অংশগ্রহণ করেন।
https://slotbet.online/