• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

সাংবাদিক এস মিজানুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ও সাংবাদিক এস মিজানুল ইসলাম ইন্তেকাল করেছেন।–ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি এক ছেলে সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের ছোট ভাই সাংবাদিক মইনুল ইসলাম জানান, রোববার বিকেলের দিকে বরিশালের বানারীপাড়া পৌরসভাধীন বাড়িতে অবস্থানকালে শারীরিক অসুস্থতা বোধ করেন বড় ভাই এস মিজানুল ইসলাম। এরপর তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে সোমবার (২৮ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানিয়েছেন, সাংবাদিক এস মিজানুল ইসলামের মরদেহ শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বানারীপাড়া পৌরসভাধীন এলাকার বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাদ যোহর বানারীপাড়া পৌর এলাকার মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ জানাজার নামাজে পরিবারের সদস্যদের বাহিরে স্থানীয় প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম জানাজা শেষে মরদেহ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে সমাহিত করা হয় সাংবাদিক এস মিজানুল ইসলামকে।
বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক ও স্থানীয় পত্রিকা দৈনিক মতবাদ এর বানারীপাড়া প্রতিনিধি ছিলেন। এর আগেও তিনি একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকার সম্মানের সহিত দায়িত্ব পালন করেছেন।
তার এ মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/