• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

এনামুল হক, ববি প্রতিনিধি / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার অংশ হিসেবে অদ্য ২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ। এছাড়াও জুলাই আন্দোলন চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাত আবুল আলা, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন এবং গনিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন। বক্তব্য শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/