• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

মহাসড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

এক দফা দাবি আদায়ে ভোলা-বরিশাল মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘণ্টা তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত দুই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এক দফা দাবি, আমরা স্বতন্ত্র কাঠামো চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। ঢাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্ণপাত করেনি। কিছু দিন আগে আমরা সড়ক অবরোধ করায় পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরে ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ পুনরায় সড়ক অবরোধ করা হয়েছে। শিগগিরই কোনো সিদ্ধান্ত না এলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করা হবে। আমরা আর পরের অধীনে থাকতে চাই না।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী শাওন জানান, ‘আমরা আন্দোলনের শুরু থেকেই দাবি জানিয়ে এসেছিলাম- বর্তমান কাঠামোর মধ্যে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারিগরি বোর্ডের সমন্বয় করে সমস্যাগুলো সমাধান করার। কিন্তু তাদের অপারগতার কারনে আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের মাধ্যমে জটিলতা দূর করার আহ্বান জানিয়ে বিক্ষোভ করছি।’

আরেক শিক্ষার্থী ই এইচ ইরান জানান, এইচএসসি পরীক্ষার্থীদের যাতে ভোগান্তি না হয় সেটি বিবেচনা করে সড়ক অবরোধ কর্মসূচি দীর্ঘায়িত করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/