জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গনঅভূত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো । নতুন বন্দবস্ত গড়ে তোলার জন্য হয়েছিলো। দুনীতি বৈষম্য,চাঁদাবাচ, সন্ত্রাস এবং মাফিয়া সিষ্টেমে বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গনতন্ত্রিক রাষ্ট্রকায়েমের জন্য হয়েছিলো। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গনঅভূত্থানে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিলো। অগ্রসৈনিক ছিলো। আমাদের এই লড়াইয়ে ভোলাকে সামনের দিকে লড়াই করতে হবে ,নেতৃত্ব দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুর ৩টায় ভোলার নতুন বাজার প্রেসক্লাব চত্বরে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ভোলায় পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি আরো বলেন,আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সর্বজনীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আমজনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। যুগের পর যুগ ধরে ভোলাবাসীকে সকল উন্নয়ন সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বর্তমান আধুনিক যুগেও ভোলা বাসীকে দূরত্ব করে রাখা হয়েছিল। আমরা এসেছি সেই দূরত্ব ঘোচাতে এসেছি। ভোলা বাশির সাথে আমাদের আর কোন দূরত্ব থাকবে না।
উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনীম জারা প্রমুখ
জাতীয় নাগরিক পার্টি পহেলা জুলাই থেকে দেশব্যাপী চলা পদযাত্রা ও পথ সমাবেশের ১৫ তম দিনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ভোলায় এসেছে ।
বরিশাল লাহারফাট ফেরীঘাট হয়ে দুপুরে দেড়টার ভোলা আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর ভেদুরিয়া ফেরিঘাট থেকে তারা পদযাত্রা কর্মসূচি শুরু করবেন। এরপর ভোলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা শেষে, দুপুর ৩টায় নতুন বাজার প্রেসক্লাব চত্বরে অস্থায়ী মঞ্চে সমাবেশে অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ। ভোলার কর্মসূচি শেষ করে এনসিপির নেতৃবৃন্দ বিকেলে বরিশালের উদ্দশ্যে রওনা হন। সেখানে সন্ধ্যায় কর্মসূচিতে অংশ নেবেন তারা।
https://slotbet.online/