সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলায় স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়ে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপির চত্বরে এসে মিলিত হয়।
সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনে সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।
প্রধান অতিথি গোলাম মোর্শেদ রাসেল বলেন ধর্মের দোয়াই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবে না গত ১৫ বছর ধরে দেশের গণতন্ত্র ছিল না গণতন্ত্রের হরণ হয়েছে এবং দেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোটাধিকারের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে দেশের জনগণ।আমরা আশা করি জনগণ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিবে।
এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। ৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, হারুন অর রশীদ সুমন, এমদাদ হোসেন, কামাল মোল্লা, কামাল পাশা,স্বপন গোলদার, যুবরাজ প্রমূখ
https://slotbet.online/