• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

ভোলার তজুমদ্দিনে বিএনপি’র সভাপতির নেতৃত্বে যুবদলের কর্মীর উপর হামলা, আহত ২

এইচ আর সুমন , ভোলা / ২২০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যুবদল কর্মী ও তার স্ত্রী ওপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত যুবদল কর্মী মোঃ মোশারেফ (২৬) কে বাঁচাতে গেলে তার স্ত্রী মুক্তা বেগম (২০) কে মারধর করে গুরুতর আহত করে হামলাকীরা। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা অবনতি হলে তাদেরকে বরিশাল শেরে-বাংলা মেডিকেলে রেফার করা হয়।

আহত মোশারেফ অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে বিএনপির মিছিলে যাওয়ার পথে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্ব শরীফ হাওলাদার, উলি হাওলাদার, ফারুক, কাঞ্চন, সাদু, রিফাত ও জান্টু আমার উপর অতর্কিত হামলা চালায়। বিএনপির দুর্দিনে আমরা ঢাকা আন্দোলন সংগ্রাম করেছিলাম এটা কি আমাদের অপরাধ। আমি স্থানীয় প্রশাসন, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে এর সুষ্ঠু বিচার চাই। অতর্কিত হামলা চালায়। বিএনপির দুর্দিনে আমরা ঢাকা আন্দোলন সংগ্রাম করেছিলাম এটা কি আমাদের অপরাধ। আমি স্থানীয় প্রশাসন, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এই বিষয় চাঁচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি মোশারফকে তজুমদ্দিন হাসপাতালে দেখতে গিয়েছি। তার সাথে আমার এইরকম ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/