• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

জবির ইসলামের ইতিহাসের অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এইচ আর সুমন,ভোলা / ১৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৭ জুলাই) এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) মোহাম্মদ মামুন ভূঁইয়া।

কমিটিতে সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন মো. আলী হাওলাদার, সৈয়দ অহিদুজ্জামান নিক্সন, মুসা আহমেদ মাসুদ, মনিরুজ্জামান মনির, আবু ইউসুফ, বোরহান উদ্দিন, কাজী শহীদ, মনিরুজ্জামান, ফরিদ শেখ, হেমায়েত উদ্দিন, জুলকার নাঈন, নেছার আহমেদ, ওয়াহিদ শেখ, মো. আমিরুল ইসলাম সানী, শাহ জামাল, খালেদ মাহমুদ, আবু হেনা রনি, ইকবাল হুসাইন, নাজমুল হুদা, মো. জুলিয়াস সিজার এবং মো. শোয়েব।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক হোসাইন, আসাদুজ্জামান, শাহ-আলম, ড. শাফায়েত হোসেন, মো. মোস্তফা জামান ও রাজ রাশেদ।

এ কমিটিতে কোষাধ্যক্ষ পদে আছেন মো. সাইফুর রহমান (ফাহাদ), সাংগঠনিক সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেন ও দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান সাদ। এছাড়া অন্যান্য পদগুলোতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে পদ পেয়েছেন। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা খানম সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/