• সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কুয়েট-বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের শর্টলিস্টে ৮ অধ্যাপক বাউফলে ভোটকেন্দ্র কমিটির দায়িত্বশীলদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের বাউফলের ডেলিগেট- কাউন্সিলরদের সাথে সৌজন্যে সাক্ষাত । সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা বাহার চার মামলায় কারাগারে বরিশালসহ ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ডেঙ্গুর হটস্পট : বরগুনার কোনো হাসপাতালে নেই আইসিইউ ববি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যস্ততম সড়কটি  ৫৪ বছরেও পাকা হয়নি, পর্যটকসহ ১০ গ্রামের মানুষের চরম ভোগান্তি  কুয়াকাটা পৌরসভার বার্ষিক বাজেট উপস্থাপন 

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাদের অর্থ আদায়,থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

প্রবাসে বসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে আরেক প্রবাসী রাতের আধাঁরে কয়েকজন ছাত্রদল নেতাদের নিয়ে ডিবি পরিচয় দিয়ে অর্থ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ৬ জুলাই বিকেলে অভিযুক্ত প্রবাসী রানা সরদার, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদার, সহ-সভাপতি কাজী অভি, ঢাকা কোতয়ালী থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. রাকিবের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের। আজ সোমবার (৭ জুলাই) দুপুরে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ এবং ভূক্তভোগী কমলাপুর গ্রামের বাসিন্দা মুজিবর সরদারের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, গত ছয়মাস আগে আমার মালয়েশিয়া প্রবাসী ছেলে রাসেল সরদারের সাথে একই গ্রামের আরেক প্রবাসী রানা সরদারের ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রবাসে বসে বাগবিতন্ডা হয়।

গত তিনমাস পূর্বে দেশে আসে রানা সরদার। সে (রানা) দেশে আসার পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩০ জুন রাত দশটার দিকে রানা সরদার তার উল্লেখিত সহযোগিদের নিয়ে আমার বাড়িতে এসে বলে তোমার স্বামীর নামে মামলা হয়েছে। আমার সাথে যারা এসেছে তারা সবাই ডিবি অফিসার।

এসময় আমাকে মারধর করে ২ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে জীবন বাঁচাতে আমি বিবাদীদের হাতে ৩২ হাজার টাকা তুলে দিয়ে প্রাথমকিভাবে রক্ষা পাই।

মায়া বেগম আরও বলেন, বিবাদীরা বাকি টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করার জন্য হুমকি দিয়ে চলে যায়। এরইমধ্যে গত ৬ জুলাই সকালে বিবাদীরা তাদের দাবিকৃত বাকি টাকার জন্য চাঁপ প্রয়োগ করে। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করার জন্য বিবাদীরা তেড়ে আসে। ওইসময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের হাত থেকে আমি রক্ষা পাই। বিবাদীরা সকলে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগের কোন সত্যতা নেই দাবী করেছেন অভিযুক্ত প্রবাসী রানা সরদার। বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন তালুকদার বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে আমাকে কোনঠাসা করার জন্য স্থানীয় একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্রে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/