• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

গাছের চারা না দেয়ায় সরকারি কর্মকর্তাকে মারধর

আরাফাত বেপারী, হিজলা / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

ফলজ (নারিকেল) গাছের চারা না দেয়ায় বরিশালের হিজলা উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) রাত ৯ টার দিকে  হিজলা উপজেলাধীন বড় জালিয়া ইউনিয়নের টেকের বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলায় দায়েরের জন্য রাতেই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে বলে জানিয়েছেন ভুক্তভোগী উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফকরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে প্রণোদনার নারিকেল গাছের চারা বিতরণ করে হিজলা উপজেলা কৃষি অফিস।  আর ওই বিতরণ নিয়ে খুন্না গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা গিয়াস দেওয়ান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফকরুল ইসলামের ওপর ক্ষিপ্ত হন। এরপর রাত ৯ টার দিকে টেকের বাজারে সরকারি কাগজপত্র ফটোকপি করতে গেলে গিয়াস দেওয়ান তার ছেলে রিয়াজুল ইসলাম জিসান ও বাহেরচর এলাকার বাসিন্দা আজমাইন চৌধুরীসহ ৩/৪ জন মিলে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফকরুল ইসলামকে মারধর করে।

হিজলা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, হামলাকারীরা মারধরের আগে তাদের সকল অনুসারীদের প্রণোদনার নারিকেল গাছ কেন দেয়া হয়নি তা জানতে চান। এরপর তারা কিল, ঘুসি, চর, থাপ্পড়, লাথি মারার পাশাপাশি বাঁশের লাঠি দিয়ে মাথায়ও আঘাত করে।

তিনি বলেন, ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা প্রকাশ্যে আমাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা নেয়ার পাশাপাশি কর্তৃপক্ষসহ থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনির কোন বক্তব্য না পাওয়া গেলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল জেলার উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম জানান, নারিকেল গাছের চারা বিতরণকে কেন্দ্র করে হিজলা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকরুল ইসলামকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম জানান, হামলার শিকার উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম রাতেই থানায় এসেছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/