গভীর নিম্নচাপটি স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করায় পটুয়াখালীর কলাপাড়ায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সীবিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তান্ডবে ধ্বসে পড়েছে। দু’দফা জোয়ারে নদ-নদীর পানি ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়ে উপজেলার বেড়িবাঁধের বাইরে হাজারো ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি রয়েছে হাজারো পরিবার। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। স্থল গভীয় নিম্নচাপের প্রভাবে উকূলীয় এলাকা দিয়ে এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তনায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো সঠিকভাবে পাইনি, তবে প্রাতমিক পর্যায় পানিবন্দ ৬ হাজার ৪ শ ৮০ জন আনুমানিক, আংশিক বিধ্বস্ত ঘরবাড়ি ৪শ ৬০ টি। আমি ক্ষতিগ্রস্ত অনেক এলাকা পরিদর্শন করেছি। আমরা আপাতত ৬টি ইউনিয়নের শুকনো খাবার ও চালের ব্যাবস্তা করতেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, পানিবন্দি ও আংশিক বাড়িঘর বিধ্বস্ত মানুষের মধ্যে আপাতত সহস্রাধিক শুকনো খাবারের প্যাকেট ও চাল দিতেছি।এগুলো আগামীকাল শনিবার বিতরন করা হবে।পরবর্তীতে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরপন করে বরাদ্ধ অনুযায়ী ব্যাবস্তা নেয়া হবে।
এ রকম আরো সংবাদ...