• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ইসরায়েলি বিমানবন্দরে হামলার দাবি হুথির

দর্পন ডেস্ক / ৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দুটি পৃথক অভিযান পরিচালনা করার দাবি করেছে। তারা পূর্ব আল-কুদসে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের নির্মম অপবিত্রতার প্রতিশোধ নেয়ার দাবিও করেছে।

বিদ্রোহী গোষ্ঠী হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বিকেলে বলেছেন, ইয়েমেনি বাহিনী লদ শহরের উত্তরে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।

তারা তেল আবিবের পূর্বে একটি কৌশলগত অবস্থানে স্থানীয়ভাবে উন্নত জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার দাবিও করেছে।

জুলফিকার একটি অত্যন্ত কার্যকর রাডার-এড়িয়ে যাওয়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বলে জানা গেছে। এর পাল্লা ২০০০ কিলোমিটারেরও বেশি।

সারি বলেছেন, সামরিক অভিযানগুলো সফলভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। হামলার ফলে লক্ষ লক্ষ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

ইয়েমেনির এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযান, স্থানীয় জনগণের উপর অবরোধ এবং চলমান অনাহারের নীতিকে মানবজাতির ইতিহাসে নজিরবিহীন অপরাধ বলে নিন্দা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/