• সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে সারাদেশে আক্রান্ত ৩১৭ জন, বরিশালেই ১২৭ জন বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটিকে দায়িত্বভার হস্তান্তর কলাপাড়ায় সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিনের জন্য পেনশন চালু কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল

শিশুরা না খেয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে: ফিলিস্তিনি বাবার আর্তনাদ

দর্পন ডেস্ক / ৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজার দাতব্য সংস্থার একটি স্যুপ কিচেনের চারপাশে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। খালি পাত্র হাতে এক কাপ ডালের আশায় ভিড় ঠেলে এগিয়ে যান চার সন্তানের বাবা মাহমুদ আল-হাও। সন্তানের মুখে কিছুটা হলেও খাবার তুলে দিতে প্রতিদিন মাহমুদ জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ধ্বংসাবশেষের আশেপাশে ছুটে চলেন। ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে কোনো কোনো দিন তার ভাগ্য সুপ্রসন্ন হয় এবং ডালের স্যুপ খুঁজে পান। তবে মাঝেমধ্যে তাকে ফিরতে হয় খালি হাতে। সেই দিনগুলোয় তিনি সন্তানদের মুখের দিকে তাকাতে পারেন না।

৩৯ বছর বয়সী মাহমুদ রয়টার্সকে বলেন, আমার একটি অসুস্থ মেয়ে আছে। আমি তাকে কিছু দিতে পারি না। রুটি নেই, কিছুই নেই। সকাল ৮টা থেকে ৬ ঘণ্টা ধরে এক বাটি ডালের জন্য এখানে দাঁড়িয়ে আছি। একজনের জন্য যথেষ্ট না হলেও ডালটুকু আমার ৬ জনের পরিবারকে খেতে হবে।

মাহমুদ এক বাটি ডাল নিয়ে ঘরে ঢুকলে তার ছেলেমেয়ে চুপচাপ এগিয়ে এসে খাওয়া শুরু করে। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আজকে খাবার পেয়েছি। আপনি যে খাবার দেখতে পাচ্ছেন, এটি আমাদের সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার। যদিও আগের দিন খাওয়ার জন্য কিছুই ছিল না। আমি চাই বিশ্বের সবাই অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আমাদের শিশুরা ধীরে ধীরে মারা যাচ্ছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসের শুরু থেকেই ইসরায়েল গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ২৪ লাখ ফিলিস্তিনির আবাসস্থল অবরুদ্ধ এই এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন।

আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর সীমিত মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু করতে ইসরায়েল সম্মত হওয়ার পর সোমবার কিছু ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল অনুমতি না দেওয়ায় খাদ্যগুলো বিতরণ কেন্দ্রে নেওয়া যায়নি। এ কারণে বুধবার পর্যন্ত কোনও সাহায্য বিতরণ করা সম্ভব হয়নি।

খাবারসহ মৌলিক উপকরণের তীব্র ঘাটতির সঙ্গে সঙ্গে গাজায় হামলা জোরদার করেছে দখলদার দেশটি। অঞ্চলটির চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গত আট দিনে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৫৭৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স ও আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/