বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল ও পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ করা হয়েছে। পাশাপাশি আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (২১ মে) বেলা ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার বাখরজায় মেঘনা নদীতে উপজেলা কোস্টগার্ডের সহায়তায় মৎস্য দপ্তর অভিযান চালায়। অভিযানে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের দুটি অবৈধ পাই জাল জব্দ করা হয়। যা পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে হিজলার মেঘনা নদীতে নৌ পুলিশের সহযোগিতা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর অভিযান চালায়। অভিযানে একটি ট্রলারসহ একটি পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ করা হয়, পাশাপাশি মৎস্য আইন অমান্য করায় ৪ জনকে আটক করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার পরিচালিত মোবাইল কোর্টের নির্দেশে চাঁইটি পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৪ জনকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলো-মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা জসিম খান, সেলিম ব্যাপারী, মোহাম্মদ শাকিল খান ও সোহাগ সর্দার।
https://slotbet.online/