• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার আটক ১৬

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে  নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলে সহ ৩ টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পান্নের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এ নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের  অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/