পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মংএ চান (৫০) নামের এক উপজাতি মৃত্যু হয়েছে। নিহতের নাম মংএ চান একই এলাকার মৃত অংজু মং-এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে বেতকাটাপাড়া গ্রামের মুসলিম পাড়া এলাকার মসজিদ সংলগ্ন একটি খালে মাছ ধরার উদ্দেশ্যে যান মংএ চান। এ সময় হঠাৎ তিনি স্ট্রোক করে পানিতে পড়ে ডুবে যান।
এ সময় স্থানীয়রা দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে নদী থেকে উদ্ধার করে তীরে উঠালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে বিষয়টি তদন্তাধীন।
এ রকম আরো সংবাদ...