• রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিনের জন্য পেনশন চালু কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা

কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না : পীরসাহেব চরমোনাই

দর্পন ডেস্ক / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন আমল দেখেছি। নতুনভাবে তারা আসবে, আর আমাদের তারা কী উপহার দেবে? এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জেনে ফেলেছে।

মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, খুনি, টাকা পাচারকারীদের মৌলিকভাবে এদেশে রাজনীতি করার অধিকার কোনো যুক্তিতে নাই। তাদের যখন নিষিদ্ধ করার ব্যাপারে আওয়াজ তুলেছিল, তখন ইসলামী আন্দালোন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে অবস্থান নিয়েছিলাম।

এখন কথা হলো অন্য যারা রয়েছে-তাদের কৌশল, এটা আমি ঘৃণা করি। আমি ধিক্কার জানায়, আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানায়। কারণ এই দেশের হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এখনো আমাদের কানের মধ্যে মায়ের কান্নার আওয়াজ ভাসছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এই খুনিদের, এই টাকা পারচাকারীদের নিষিদ্ধ করার ব্যাপারে টালবাহানা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এজন্য যারা নাকি কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে। এখন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, তাদের শাসন আমল আমরা দেখেছি। নতুনভাবে তারা আসবে আর আমাদের তারা কী উপহার দেবে? এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জেনে ফেলেছে। নতুনভাবে আর আমাদের দেখাবার কিছু নাই। এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে ইসলামী আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আর আখেরাতে মুক্তি। সেই নীতি-আদর্শের নাম ইসলাম।

তিনি আরও বলেন, মুসলমান কখনই ইসলামের নীতি-আদর্শের বাইরে থাকতে পারে না। প্রতিটা মুসলমানকে ইসলামের নীতি-আদর্শের সঙ্গে জড়ায়ে থাকতে হবে। আর অন্য যারা রয়েছে, সংখ্যালঘু তারা শান্তির লক্ষ্যে সেই নীতি-আদর্শের সঙ্গে জড়ায়ে থাকবেন। এটাই বড় বাস্তবতা।

সমাবেশে দলটির রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী, রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/