• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

ভোলা প্রেসক্লাবে নির্বাচন প্রস্ততকালিন কমিটি গঠিত

ভোলা প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

ভোলা প্রেসক্লাবে ১১ সদস্যের নির্বাচন প্রস্তুত কালিন কমিটি গঠন করা হয়েছে।  শনিবার রাতে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, গত বছরের ৫ আগষ্টের পর একাধিক কমিটি গঠিত হওয়ায় ভোলায় মারাত্মক ইমেজ সংকটে পরে ভোলা প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ভোলার সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক মহল একটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। তার আলোকে ৩ মাসের মধ্যে  একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে তারা গঠনতন্ত্র সংশোধন এবং নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে।
ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু (সভাপতি) , বাসস এর প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার (সহ-সভাপতি), এন টিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেন (সাধারণ সম্পাদক), চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ (সহ সাধারণ সম্পাদক), ডিবিসি ও বনিক বার্তার প্রতিনিধি এইচ এম জাকির (কোষাধ্যক্ষ), সংবাদ প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার (দপ্তর সম্পাদক), ইসলামিক টিভির জেলা প্রতিনিধি মোঃ সুলাইমান (সাংস্কৃতিক সম্পাদক), স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ (ক্রীড়া সম্পাদক), দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব (পাঠাগার সম্পাদক),  সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসির উদ্দীন লিটন (নির্বাহী সদস্য), দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান (নির্বাহী সম্পাদক) মনোনীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/