• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড

দর্পন ডেস্ক / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি প্রখর রোদের কারণে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ ও প্রাণিরা। গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তীব্রতা এত বেশি যে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

গরমে কাজ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। শহর ঘুরে দেখা গেছে, রিকশা ও ভ্যানচালকেরা গরমে হাঁপিয়ে উঠছেন। তাদের অনেককে কোনো গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।

সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভ্যানচালক কাজল আলী বলেন, ‘গরমের কষ্ট সহ্য করা যাচ্ছে না। সকাল থেকে রোদ, যাত্রীও পাচ্ছি না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা তীব্র তাপপ্রবাহের আওতায় পড়ে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি। আগামী ১৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। এরপর বৃষ্টি হতে পারে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/