• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

ভোলায় অনুমোদনহীন চুড়ি কারখানায় জরিমানা 

আবদুল মালেক, ভোলা প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে নতুন হাকিমুদ্দিন  এলাকায় অনুমোদনহীন ও বিপজ্জনকভাবে চুড়ি কারখানা ব্যবসা পরিচালনার দায়ে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান।
শনিবার  (১০ মে ২০২৫ খ্রি.) দুপুর ১২টা থেকে তিন ঘন্টা ব্যাপী বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের অন্তর্গত নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন চুড়ি ঘর ও কাঁচ ঘর নামক দুটি কাঁচের চুড়ি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় কারখানায় কর্মরত শ্রমিকদের কোনো প্রকার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (প্রতিরক্ষামূলক পোশাক, হেলমেট, হ্যান্ড গ্লাভস, চশমা) ছিল না। এছাড়া কারখানা পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অনাপত্তিপত্র ছিল না।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অনুমোদনহীন ও বিপজ্জনকভাবে ব্যবসা পরিচালনার দায়ে ‘চুড়ি ঘর’-এর ফোরম্যান মো. এমরান (৫০) কে ১৫,০০০  টাকা এবং ‘কাঁচ ঘর’ এর মো. রাফিন (২৪) কে ১০,০০০ টাকা,  ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন (ট্রলি) চালানোর দায়ে মো. সজিব কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান । এ অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান বলেন, জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/