• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা

ববির অপরাজনীতি নিয়ে “চ্যানেল ২৪” এর “সার্চলাইট” বড়পর্দায় প্রদর্শিত

এনামুল হক, ববি প্রতিনিধি / ৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

জুলাই আন্দোলনের ঐতিহাসিক ৫ই আগষ্টের অভ্যুত্থানের পর দেশের সামগ্রিক ব্যবস্থার উপর ফ্যাসিবাদের প্রভাব কমলেও বিপরীত ঘটে আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বরিশাল বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের ৫ই আগষ্ট পরবর্তী শিক্ষার্থীদের অব্যাহত ভিসি বিরোধী আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অপরাজনীতি ও ফ্যাসিবাদ পুনর্বাসনের উপর আজ (০৯ মে) শুক্রবার প্রচারিত “চ্যানেল ২৪” এর অনুসন্ধানীমূলক বিশেষ অনুষ্ঠান “সার্চলাইট” বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে বড় পর্দার মাধ্যমে প্রদর্শন করেছে “ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ” তথা আন্দোলকারী শিক্ষার্থীরা।

গতবছরের ৫ আগষ্টে স্বৈরাচার পতনের পর তৎকালীন স্বেচ্ছাসেবলীগ এর কেন্দ্রীয় নেতা উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ঢাবি শিক্ষিকা ড. শুচিতা শরমিন। সবার প্রত্যাশা ছিলো নতুন ভিসি অবকাঠামোগত উন্নয়ন, সেশনজট নিরসন ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু নিয়োগের অনেকদিন পেরিয়ে গেলেও কার্যত তিনি এরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

শুচিতা শরমিনের যোগদানের পর তিনি নৌকার কর্মী হিসেবে চিহ্নিত আওয়ামীপন্থী শিক্ষকদের পদোন্নতি এবং জুলাই আন্দোলনের পক্ষের শিক্ষক শিক্ষার্থীদের অব্যাহতভাবে কোণঠাসা করতে থাকেন। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষের শিক্ষক ড. মুহসিন উদ্দীন স্যারকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী আওয়ামীপন্থী না হয় নিয়োগের অনেকদিন পেরিয়ে গেলেও তাকে তার দায়িত্ব বুঝিয়ে না দেওয়া ও অসহযোগিতার অভিযোগ উঠে উপাচার্য ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা শিক্ষার্থীদের নামে মামলা ও জিডির মাধ্যমে স্বৈরাচারী কায়দায় ভিন্নমত দমনের পথ বেচে নেন।

জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের উত্থাপিত ২২ দফা, ২০ দফা, ৮ দফা, ৪ দফা ও ৫ দফা একের পর এক দাবি নিয়ে উপাচার্যের স্মরণাপন্ন হলেও শিক্ষার্থীদের কোনো দাবীর প্রতিই কর্ণপাত করেননি ববি উপাচার্য। এরপর শিক্ষার্থীরা ফ্যাসিবাদ পুনর্বাসনের দায়ে উপাচার্য পদত্যাগের একদফা দাবি তুলেন। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অপরাজনীতি ও পতিত স্বৈরাচারের এজেন্টদের মুখোশ উন্মোচন করেন “চ্যানেল ২৪” এর অনুসন্ধানী প্রতিবেদন “সার্চলাইট”। আজ রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় বড় পর্দার মাধ্যমে অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/