• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

আজ হিজলায় আসছেন উপদেষ্টা সাখাওয়াত ও ফাওজুল কবির

আরাফাত বেপারী, হিজলা / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আজ শুক্রবার হিজলায় আসছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপদেষ্টা সাখাওয়াত ও ফাওজুল কবির। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই সফরে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খানের জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বরিশালের কৃতি সন্তান হিসেবে পরিচিত।

তথ্য মতে, শুক্রবার সকাল ১০টায় তাঁরা হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাটে অবতরণ করবেন এবং দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলবির হাট লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করবেন।

বিআইডব্লিউটিএর উদ্যোগে এই ঘাটটি পুনরায় চালুর পরিকল্পনায় নদীতে ড্রেজিং করে বালু উত্তোলনের প্রস্তুতি চলছে। তবে এই প্রকল্প ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। নদীতীরবর্তী স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য লঞ্চ চলাচল নয় বরং বালুর ব্যবসা। তাঁদের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতেই প্রকল্পটি নেয়া হয়েছে, যার ফলে বহু সাধারণ মানুষ তাদের বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে।

এ পরিস্থিতিতে সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন নিজ এলাকায় উপস্থিত থেকে এই প্রকল্পের সঠিকতা ও প্রয়োজনীয়তা যাচাই করবেন বলে জানা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই পরিদর্শনের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/