• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

মাহিমুল হাসান এমদাদ / ৩৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য “ছাত্র সংহতি সমাবেশ” সফল করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বরিশালের আলেকান্দা সরকারি কলেজ প্রাঙ্গণে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও সরকারি হাতেম আলি কলেজ,অমৃতলালদে কলেজ সহ আরো কিছু কলেজে লিফলেট বিতরণ করা হয় । এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি এবং গণহত্যার দায়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান তুলে ধরা হয়।

সকাল ১১টায় আলেকান্দা কলেজ চত্বরে শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল কেন্দ্রীয় জেলা কমিটির নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম রোহান এবং সংগঠনের আলেকান্দা সরকারি কলেজ প্রতিনিধি সাদেকুর ইসলাম মাথিন। তারা সরাসরি শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দেন এবং আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আওয়ামী লীগের দমন-পীড়ন ও একদলীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, তারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করেন, যেখানে জনগণের মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে। অনেকে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেন।

 

তৌহিদুল ইসলাম রোহান বলেন, “যে রাজনৈতিক দল বছরের পর বছর ধরে হত্যা, গুম, ধর্ষণ ও নিপীড়নের রাজনীতি চালিয়ে যাচ্ছে, সেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। এই দানবীয় রাজনৈতিক শক্তির শিকড় উপড়ে ফেলাই আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য।”
আন্দোলনের নেতৃবৃন্দ জানান, আগামী ৮ই মে বরিশাল নগরীতে অনুষ্ঠিতব্য ছাত্র সংহতি সমাবেশে সকল স্তরের শিক্ষার্থী ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করা হচ্ছে। সমাবেশটি হবে এক ঐতিহাসিক প্রতিবাদ, যা জনতার ইচ্ছার প্রতিফলন ঘটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/