• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

দেশে ফিরে ফিরোজায় খালেদা জিয়া

দর্পন ডেস্ক / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রায় চার মাস পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে গাড়িতে ফিরোজায় আসেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে খালেদা জিয়া রওনা হন গুলশানে তাঁর বাসভবনের দিকে। ফিরোজায় তিনি পৌঁছান বেলা ১টা ৪০ মিনিটে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের গেট থেকে বাইরের সড়ক পর্যন্ত নেতা–কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাত নেড়ে, স্লোগানে দলীয় চেয়ারপারসনকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতা–কর্মীরা স্বাগত জানান। বাসভবন ফিরোজাও প্রস্তুত করা হয় আগে থেকে। সেখানেও দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়।

গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে কাতার আমিরের দেওয়া বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ঢাকা আসার পথে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি দেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। বিরতি শেষে মঙ্গলবার ভোর ৬টা ৫ মিনিটে ফের ঢাকার পথে রওনা হন তাঁরা।

আজ সকাল থেকেই দলীয় চেয়ারপারসনকে বরণ করতে প্রস্তুতি শুরু করে বিএনপি। বিমানবন্দর এলাকায় ভিড় জমান নেতা–কর্মীরা। দলীয় ও জাতীয় পতাকা হাতে সঙ্গে ব্যানার–ফেস্টুন নিয়ে আসেন তাঁরা। দিতে থাকেন নানা স্লোগান। ওই এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। পুরো এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

দলের জ্যেষ্ঠ নেতাদের আশা, আগের মতোই দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন। সকালে বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দলের নেতা–কর্মীদের মধ্যে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে।

এদিকে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। স্বামীর সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন তিনি। আর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান বেশ কয়েকবার দেশে এসেছেন। সর্বশেষ তাঁর মায়ের অসুস্থতার সময়ে দেশে ফিরেছিলেন। পরে গত ২৯ এপ্রিল তিনি লন্ডনে ফিরে যান।

লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসা ও ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থান করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগের উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীকে করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এর পর কয়েক দফা তাঁর দণ্ডের কার্যকারিতা স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর তাঁর বিরুদ্ধে হওয়া মামলার রায় বাতিল করে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/