বরগুনায় সমুদ্রসংলগ্ন পায়রা নদীর মোহনায় একটি ডলফিনের মরদেহ ভেসে এসেছে। কোনো নৌযানের প্রপেলারের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে বন বিভাগ ও পরিবেশকর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
স্থানীরা জানান, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা পায়রা নদীর মোহনায় শুক্রবার দুপুরে ডলফিনটির মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সহায়তায় এটি উদ্ধার করা হয়। ডলফিনের শরীরে গভীর আঁচড়, রক্তাক্ত লেজ ও কেটে যাওয়ার দাগ পাওয়া গেছে।
এ বিষয়ে তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘ডলফিনটি উদ্ধারের পর মাটিচাপা দেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’
https://slotbet.online/