কলাপাড়া -পটুয়াখালী মহাসড়কের ফোরলেন বিশকানি এলাকায় মোটরসাইকেল মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক অবসরপ্রাপ্ত শিক্ষক মো, রুহুল আমিন নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন মাহেন্দ্র যাত্রী তানিয়া বেগম, ইদ্রিস মৃধা, আল-আমিন ও দুলাল আকন। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংল মেডিকেলে প্রেরন করেছে। নিহত রুহুল আমিনের বাড়ি কলাপাড়ার চম্পাপুর গ্রামে। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও আহতরা জানান, আমতলী থেকে যাত্রীবাহী মাহিন্দ্রা কলাপাড়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে মহাসড়কে উঠতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেল ও মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ ঘটে। দু’টি যানই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে শঙ্কাজনক অবস্থায় আহত রুহুল আমিনকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। তাকে বরিশাল নেওয়ার পথে মারা যান।
এছাড়া গত বুধবার রাতে কলাপাড়ার লোন্দা গ্রামে বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আইনজীবী সহকারী এনামুল হক সাগর মৃধা ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন। এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকাবহ অবস্থা বিরাজ করছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়েছেন। নিহতের স্বজনদের সাথে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ রকম আরো সংবাদ...