• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

বৃষ্টির পরে স্যাঁতসেঁতে ভাব থেকে মুক্তি পাবেন যেভাবে

দর্পন ডেস্ক / ২১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

তীব্র তাপদাহের পর যখন মেঘ থেকে পানি ঝরে, তখন সেটাকে বলা হয় স্বস্তির বৃষ্টি। তবে এর পরপরই বাসা-বাড়ির যত্ন না নিলে কিন্তু তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ বৃষ্টি-বাদলের দিনগুলোতে বাসা-বাড়িতে আর্দ্রতা, পানি জমা ও ছত্রাকের সমস্যা দেখা দেয়।

প্রকৃতিতে স্নিগ্ধতা এনে দেয় বর্ষা। তীব্র তাপদাহের পর যখন মেঘ থেকে পানি ঝরে, তখন সেটিকে বলা হয় স্বস্তির বৃষ্টি। তবে এমন বৃষ্টির পরপরই বাসা-বাড়ির যত্ন না নিলে সেটি কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা এ সময়টাতে বাসা-বাড়িতে আর্দ্রতা, পানি জমা ও ছত্রাকের সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় ধরে আর্দ্রতার সংস্পর্শে থাকলে দেয়ালে ফাটল ধরে, রঙ খসে যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। সেই সঙ্গে এক ধরনের স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়।

বৃষ্টি পরবর্তী বাড়িতে স্যাঁতসেঁতে ভাব ও ভ্যাপসা গন্ধ থেকে মুক্তি পেতে জেনে নিন দশটি উপায়,

১. দেয়ালের ফাটল ও আর্দ্রতা পরীক্ষা করুন। দরজা-জানালার পাশের দেয়ালে ফাটল বা ভেজা দাগ থাকলে তা সিলিকন বা পুটিং দিয়ে মেরামত করুন।

২. ছাদের ড্রেন ও পাইপ পরিষ্কার রাখুন।

৩. দিনে জানালা খুলে রাখুন। সূর্যের আলো ও বাতাস চলাচলে আর্দ্রতা কমবে।

৪. ছাদ ও দেয়ালে, বিশেষ করে বারান্দার দেয়ালে ওয়াটারপ্রুফ কোটিং ব্যবহার করতে পারেন।

৫. ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এটি ঘরের বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে।

৬. ঘরে প্রাকৃতিক ডিহিউমিডিফায়ার গাছ রাখুন; যেমন- স্পাইডার প্ল্যান্ট, পিস লিলি ইত্যাদি ঘরের আর্দ্রতা কমাবে।

৭. ভালো বায়ু চলাচলের ব্যবস্থা করুন। এক্সস্ট ফ্যান ও চিমনি ব্যবহার করুন।

৮. কার্পেট সরিয়ে ফেলুন। বর্ষায় ঘরের কার্পেট আর্দ্রতা শোষণ করে রাখে। সেখানে ছত্রাকও হতে পারে।

৯. কাপড় শুকানোর সময় সতর্ক থাকুন। ভালো বাতাসযুক্ত জায়গায় শুকাতে দিন, যেন ভ্যাপসা গন্ধ তৈরি না হয়।

১০.আলমারি, ক্যাবিনেটে ও বইয়ের তাকে সিলিকা জেল বা ন্যাপথলিন রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/