• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

মহিপুরে সাবেক চেয়ারম্যানের বসতবাড়িতে ডাকাতি

এ এম মিজানুর  রহমান বুলেট, কলাপাড়া / ১৫২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 পটুয়াখালীর মহিপুরে গভীর রাতে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাতাকদল ওই বসতঘর ঘর থেক ২০ ভরি স্বর্ন ও ২ লাখ ২ হাজার টাকা লুট করে নেয়। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মহিপুর থানার সদর  মহিপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আ: ছালাম আকনের ছোট ছেলে লতিফপুর গ্রামের তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পিটিয়ে ওই পরিবারের ৩ জনকে জখম করে ডাকাত দল। আহতরা হল লুনা আকন,তার সেজো ভাই জুয়েল আকন,মা মোসা: হাসিনা বেগম। এ ঘটনায় মহিপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
স্হানীয় সূত্রে  জানাযায়, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি  ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের সকলের হাত,  পা ও মুখ বেঁধে স্বর্নালংকার ও টাকা লুটে নিয়ে সটকে পরে।
 ছালাম আকনের ছোট ছেলে মো: লুনা আকন জানান, প্রথমে ঘরের কেচিগেট ভাঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে ঢুকেই আমাকে এবং ঘরে থাকা সবাইকে অস্রের মুখে জিম্মি করে এলো পাথারি মারধর করে আমার স্ত্রী এবং মায়ের আনুমানিক ২০ ভরি স্বর্ন ও ২ লক্ষ দুই হাজার টাকা লুটে নেয়।তাদের হাতে আগ্নেও অস্ত্রসহ দেশীয় অস্র ছিল।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,ঐ রাতেই আমি নিজে থানা পুলিশ সহ ঘটনাস্থল পরিদর্শন করি।এ ঘটনায় একটি  মামলা ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/