• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

কেন ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয় ?

দর্পন ডট কম ডেস্ক / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বিনোদন দুনিয়ায় ভারতের দেখানো পথেই কি হাঁটবে পাকিস্তান? এমনই চর্চা শুরু হয়েছে পড়শি দেশের একটি সিদ্ধান্তে। পহেলগাঁও ঘটনার পর এ দেশে নিষিদ্ধ পাক অভিনেতা ফওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’। ছবির নায়িকা বাণী কপূরও নিজের দেশবাসী এবং বলিউড অভিনেতাদের থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন, কারণ তিনি পহেলগাঁওয়ে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর দুঃখপ্রকাশ না করে ফওয়াদের সঙ্গে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন।

এ বার পালা সম্ভবত পড়শি দেশের। ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়ের অপরাধে এ বার নিজের দেশে নিষিদ্ধ হতে চলেছে ফওয়াদের ছবিটি। ছবির মুখ্য পরিবেশক সতীশ আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাণীর সঙ্গে অভিনয়ের কারণে পাকিস্তানেও দেখা হবে না ওই ছবি।

সাল ২০১৬। উরি হামলার প্রভাব পড়েছিল পাকিস্তানেও। সেই সময় ভারতীয় ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন ফওয়াদ। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রণবীর কপূর, ঐশ্বর্য রাই, অনুষ্কা শর্মার মতো তারকা। সে বারেও একই সমস্যার মুখোমুখি হয়েছিল ছবিটি। ফওয়াদের অভিনয়ের কারণে ছবিটি ভারতে মুক্তি পেতেই যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছিল। ঘটনার জেরে ভারতীয় ছবিতে পাক শিল্পীরা নিষিদ্ধ হয়ে যান। খবর, আট বছর পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ পাক নায়ক।

পরিবেশকের কথায়, “দু’দেশের কোথাও মুক্তি না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন ছবির প্রযোজক। দুই দেশের রাজনৈতিক বিরোধ ছায়া ফেলছে দুই দেশের খেলা, শিক্ষা, শিল্প-সংস্কৃতিতে। যা একেবারেই কাম্য নয়।” তিনি এ-ও জানিয়েছেন, ফওয়াদ অবশ্য আশা একেবারে ছাড়েননি। তিনি ছবির প্রচার তাঁর মতো করে করছেন। প্রসঙ্গত, ভারতে এই পাক অভিনেতার বড় সংখ্যক অনুরাগী রয়েছে। তাঁকে ভালবেসে ‘পঞ্চম খান’ বলে ডাকেন তাঁরা। অভিনেতার ঝুলিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও রয়েছে ‘কপূর অ্যান্ড সন্স’, ‘খুবসুরত’-এর মতো হিট ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/