• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

চোরাই গরু ও ছাগলসহ ট্রাক ফেলে পালিয়েছে চোর চক্র

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

রাস্তার পাশে খাঁদে পরে আটকে গেছে চোরাই গরু ও ছাগল ভর্তি একটি মিনি ট্রাক। উপায়অন্তুর না পেয়ে অবশেষে ওই ট্রাক ফেলে পালিয়ে গেছে চালকসহ চোর চক্রের সদস্যরা।

খবর পেয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ ট্রাকটি জব্দ করেছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার খলিফা মার্কেটের সামনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ট্রাকের মালিকের পরিচয় সনাক্ত করে পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে বেশ কিছুদিন ধরে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকার গরুর খামারি ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্রমতে, শনিবার ভোরে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরি করে মিনি ট্রাক ভর্তি করে চোরচক্র নেয়ার পথে রাস্তা ভাঙা হওয়ার কারণে মিনি ট্রাকটি ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে খাঁদে পড়ে আটকে যায়।

এসময় উপায়ান্তুর না পেয়ে ট্রাক ভর্তি গরু রেখে পালিয়ে যায় চোর চক্র।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আগে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতে এলাকায় টহল দিতো। যেকারনে পুরো ইউনিয়নে চুরি-ডাকাতির কোন ঘটনাই ছিলোনা।

কিন্তু বর্তমানে সেই টহল না থাকায় প্রায় প্রতি রাতেই এলাকায় নানা অপরাধ কর্মকান্ড লেগেই রয়েছে। বিষয়টি আগামী উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/