• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিজেদের ব্যক্তি স্বার্থের কারনে বিএনপি পিআরের বিরোধীতা করছে ভোলায় মুফতি রেজাউল করিম হিজলায় মেঘনায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট ভোলায় মুভি দেখে জন্মদাতা পিতাকে কুপিয়ে হত্যাকরে পুত্র জিজ্ঞাসাবাদে স্বীকার শহীদ মাওলানা নোমানীর জীবন কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাউফলের দুস্থ নারীদের মধ্যে জমায়াতের সেলাই মেশিন বিতরণ ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় দেয়া হয়েছে সেই সময়েই নির্বাচন হবে : নৌ পরিবহন উপদেষ্টা চটজলদি ওজন কমাবে দারুচিনির পানি নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলাকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের  আরিফিন তুষারকে স্মরণ করে কাঁদলেন সহকর্মী সাংবাদিক নেতৃবৃন্দ পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন

নিজেদের ব্যক্তি স্বার্থের কারনে বিএনপি পিআরের বিরোধীতা করছে ভোলায় মুফতি রেজাউল করিম

এইচ আর সুমন , ভোলা / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য পিআর পদ্ধতির বিরোধীতা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দেশের বেশীরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এছাড়াও বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতির পক্ষে। এর পরও যদি বিএনপি বলে পিআর বুঝে না, তাহলে তাদের রাজনীতি করা উচিত না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে তিন দফা দাবিতে আয়োজিত গণ সমাবেশে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালিন সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের সঙ্গে একটি ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার মধ্যে ছিলো সংস্কার, বিচার এরপর জাতীয় নির্বাচন। আমরা সরকার প্রধানকে বলবো জাতির কাছে মৌলিক সংস্কারের যে ওয়াদা ছিলো সেটি বাস্তবায়তি হয়েছে? হয়নি। দৃশ্যমান বিচার হয়েছে? হয়নি। তাহলে তিনি জাতীয় নির্বাচন ঘোষনা কেনো করলেন? এটা তাঁর কাছে আমাদের প্রশ্ন।
মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশ তৈরী হয়, তাহলে ফেব্রæয়ারী কেনো আরো আগেও নির্বাচন দিতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা নির্বাচনী পরিবেশ চাই।
রেজাউল করিম বলেন, জুলাই চেতনা নিয়ে আমাদের বাংলাদেশের এতোগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। তাদের এই দেশকে নিয়ে নিশ্চয়ই একটা লক্ষ উদ্দেশ্য ছিলো। সেই লক্ষ ও উদ্দেশ্য যদি বাস্তাবায়ন না হয় আর গতানুগতিক ধারায় যদি নির্বাচন হয়, তাহলে সেখানে তো ফ্যাসিস্ট ও খুনি তৈরী হবে। আবার ভোট ডাকাতির মতো ঘটনা ঘটবে। আর এ জন্য তো মানুষ জীবন দেয় নাই।

মুফতি রেজাউল করিম বলেন, সম্প্রতি ডাকসু নির্বাচন রাজনৈতিক দলের জন্য একটি বড় সিগনাল যে, জুলাইর চেতনায় মানুষ কি চায়। সেখানে ছাত্রদলের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন এভাবে ধরাশায়ী হবে এটা কেউ কোনো দিন কল্পনাও করেনি। এখানো যদি তারা না বুঝে তাহলে তাদের সামনের ভবিষ্যত রাজনীতি অন্ধকার।

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/