বরিশালের হিজলা উপজেলায় আবারও অবৈধ ইটভাটায় প্রাণ গেল এক শ্রমিকের। উপজেলার মধ্য চর মেমানিয়া এলাকায় অবস্থিত ‘লামিয়া ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটায় কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নোমান খান (৩৮) নামের এক শ্রমিক। তিনি একই উপজেলার বাসিন্দা।
নোমানের পরিবার ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো আজ শনিবার সকালেও কাজে যান নোমান। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ খবর আসে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে তার।
নোমানের বাবা সিরাজ খান জানান, শনিবার সকালবেলা কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল নোমান। বিকালে শুনি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে দেখি, আমার ছেলে আর নেই।
সহকর্মী সানোয়ার জানান, একসাথে কাজ করছিলাম। হঠাৎ নোমান টয়লেটে যাওয়ার কথা বলে চলে যায়। তারপর আর ফিরে আসেনি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লাশটি ময়না তদন্তের জন্যে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গ প্রেরণ করা হয়েছে।
https://slotbet.online/