ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরামের (বিবিএসএফ)।
গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সংগঠনে “ফল উৎসব” পরবর্তী সর্বসম্মতিক্রমে ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
নব-গঠিত কমিটিতে দৈনিক বরিশাল প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক জিয়া শাহীনকে আহ্বায়ক এবং দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এ কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গা কমিটি গঠনের জন্য বলা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পথিক মোস্তফা (বাংলাদেশ বানী), যুগ্ম আহ্বায়ক জসিম জিয়া (আজকের পরিবর্তন), রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সৈয়দ বাবু (আজকের বার্তা), আরিফ হোসেন (কলমের কন্ঠ), মশিউর রহমান মন্টু (ভোরের অঙ্গীকার), প্রিন্স তালুকদার (দক্ষিণাঞ্চল), এম আর শুভ (সত্য সংবাদ), তানজিমুন ইসলাম রিশাদ (আজকের সুন্দরবন), মেহেদী হাসান (বিপ্লবী বাংলাদেশ) মনোনীত হয়েছেন।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলু, সাপ্তাহিক ইতিবৃত্তের বার্তা সম্পাদক এম মোফাজ্জেল, দখিনের মুখের প্রধান বার্তা সম্পাদক আরিফিন তুষার, বরিশালের আজকালের বার্তা সম্পাদক জে.খান স্বপন, আজকের বরিশালের আমিনুল শাহিন, বরিশালের আলো’র আসাদুজ্জামান মুরাদ, দৈনিক ভোরের আলো’র মেহেদী হাসান রাতুল, আজকের সময়ের বার্তার আল আমিন গাজী, দখিনের কণ্ঠের মুরাদ হোসাইন, বরিশাল বার্তার তালুকদার শাহাদাত ও আজকের বার্তার এইচ এম সোহেল।
এর আগে জ্যেষ্ঠ সাংবাদিক জিয়া শাহিনের সভাপতিত্বে এবং বেলায়েত বাবলুর সঞ্চালনায় ফল উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ বাণীর বার্তা সম্পাদক পথিক মোস্তফা, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার, মতবাদের বার্তা সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল, আজকের বার্তার বার্তা সম্পাদক সৈয়দ বাবু প্রমুখ।
এসময় উপস্থিতি বিভিন্ন পত্রিকার বার্তা সম্পাদকবৃন্দ বরিশালের আঞ্চলিক পত্রিকায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা এবং সাংবাদিকতার ইতিবাচক ধারা অব্যাহত রাখতে সকলে সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ হন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার এবং মর্যাদা রক্ষার সামাজিক আন্দোলনে ঐক্যব্ধ থাকার আশাবাদব্যক্ত করেন তাঁরা।
https://slotbet.online/