• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল ৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপি’র তৃণমূলের পছন্দের শীর্ষে আব্দুস ছাত্তার খান বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল চাঁদার দাবীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্র জনতার বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ বরিশালে কবি আল মাহমুদের জন্মবার্ষিকী পালিত নদী ভাঙন ঝুঁকিতে বরিশালের ৮০ টি স্পট বৃষ্টিতে বেড়েছে সবজির দাম, মরিচের কেজি ৩০০ পার ববি’র নিয়োগ বিজ্ঞপ্তিতে বাদ ১৪ বিভাগ, বৈষম্যের অভিযোগ কেন্দ্র থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পাওয়া তাসফিয়া পাশ করেছে

বরিশালে কবি আল মাহমুদের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ১২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বরিশালে কবি আল মাহমুদের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যে সমকালীন কবিদের প্রধান কবি হচ্ছেন আল মাহমুদ। তিনি এদেশের মানুষের বিশ্বাস ও সংস্কৃতিকে ধারণ করে সাহিত্য রচনা করেছেন, তাঁর সাহিত্যকে দেশের প্রত্যন্ত এলাকার পাশাপাশি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে। একই সাথে কবি আল মাহমুদের সাহিত্য বিশ্ববিদ্যালয়গুলোর বাংলা বিভঅগে পাঠ্যভুক্ত করে পড়াতে হবে।

১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শেকড় সাহিত্য সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে কবি আল মাহমুদ ও তার সাহিত্যকে চরম অবহেলা করা হয়েছে। কবির মৃত্যুর পর বাংলা একাডেমীতে তাঁর জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয়নি। যারা এ কাজ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

বরিশাল সদর রোডে দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেকড় সাহিত্য সংসদের সহসভাপতি কবি আল হাফিজ। প্রধান অতিথি ছিলেন নব্বই দশকের খ্যাতিমান কবি নয়ন আহমেদ। মূখ্য আলোচক ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কবি মাহবুবুল হক।

কবি আল মাহমুদের বর্ণাঢ্য কর্মময় ও সাহিত্য জীবন নিয়ে আলোচনা করেন শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও গবেষক পথিক মোস্তফা, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ও দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন, কবি খৈয়াম আজাদ, গবেষক ও কলামিস্ট মাহমুদ ইউসুফ, কবি সজীব তাওহীদ, কবি আহমেদ বেলাল, কবি সাইফুল্লাহ সাঈফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মৃম্ময় হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/