বরিশাল জেলা প্রশাসন ও ৮৪ ইভেন্ট এর উদ্যোগে ৫ জন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার তুলে দান জেলা প্রশাসক বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় শুধু প্রশাসনিক কাজের কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধানের এক অনন্য প্ল্যাটফর্ম।
জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি প্রতিটি বুধবার অনুষ্ঠিত হয় সেখানে গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আজ ২ জুলাই বুধবার দুপুরে গণশুনানি শেষে এসএসসি ৮৪ ইভেন্ট এর অনন্য উদ্যোগে এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সহযোগিতায় ৫ জন অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, ভ্রাম্যমান কফি মেকার ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় অসহায় মানুষের হাতে এসকল উপকরণ তুলেদেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহবায়ক সাজ্জাদ পারভেজ।
অসহায় গৃহিনী নাসরিন আক্তার মনি কে আত্মনির্ভরশীল করতে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। শান্তা আক্তার, ছাবিহা ও মোঃ ছাব্বিশ কে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান কফি মেকার ও কফি তৈরির উপকরণ বিতরণ করা হয়। এসময় শফিকুল ইসলাম এর পরিবারকে ব্যবসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।
এছাড়াও জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো সাগরের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
https://slotbet.online/