বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকার সকল ওয়ার্ডে স্মার্ট ফ্যামিলি কার্ড (টিসিবি) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন, যা শহরের নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।
এই কার্যক্রমের শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখা। সংগঠনটির নেতৃবৃন্দ শুধু কার্ড বিতরণের সময় নয়, আবেদন প্রক্রিয়ার সময়ও ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। অনেকেই নিজেরা ফরম পূরণ করতে অক্ষম ছিলেন ছাত্রদের স্বেচ্ছাশ্রমে সেই বাধাও দূর হয়েছে।
এছাড়াও, ট্রাকসেল চলাকালীন দিনগুলোতেও তারা উপস্থিত থেকে উপকারভোগীদের সুশৃঙ্খলভাবে সারি সাজানো, তথ্য যাচাই এবং কার্ড ব্যবহারে সহায়তা করে যান।
উপকারভোগী এক বৃদ্ধ নাগরিক বলেন,
“আগে যতবার কার্ড দিছে সব বড়লোকরা পাইছে। আমরা গরীব রা পাই নাই। এইবার ছাত্ররা বাসায় বাসায় যাইয়া কার্ড করিয়া দেছে করছে। এইবার আমি কার্ড পাইছি আল্লাহর রহমতে।”
বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ডিজিটাল তালিকাভুক্তির আওতায় থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে টিসিবি পণ্য গ্রহণ করতে পারবেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, “এটি শুধু একটি সহায়তা কার্যক্রম নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক বাস্তব প্রয়াস। আমরা বিশ্বাস করি, রাষ্ট্রীয় সুবিধা যেন সবার দোরগোড়ায় পৌঁছে সে লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি।”
নগরবাসীর সহযোগিতা ও ছাত্র সংগঠনের দায়িত্বশীল অংশগ্রহণে বরিশালে এই উদ্যোগ শুধু একটি প্রশাসনিক কর্মসূচি নয়, এক মানবিক আন্দোলন হিসেবে রূপ নিয়েছে।
https://slotbet.online/