• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

প্যাডেল রিকশা শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

বরিশাল নগরীর ব্যস্ততম প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটো রিকসা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।

আজ সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ধলু মিয়া বলেন, সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ওপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকলে তা মানা হচ্ছেনা।

বরং সদর রোডসহ সর্বত্র অবাধে লাইসেন্সবিহীন এসব রিকশা চলাচল করছে।

সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল-বরিশাল মহানগরের সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় থেকে সিটি করপোরেশনসহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকসা চলাচল বন্ধ করতে হবে।

সহ-সাধারণ সম্পাদক আবু কালাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকসার কারণে প্যাডেল বা পায়ে চালিত সিটি করপোরেশনের লাইসেন্সযুক্ত রিকশা চালকদের অনেক অসুবিধা হচ্ছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকসার কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

নেতৃবৃন্দরা আরও বলেন, ঢাকাসহ অন্যান্য শহরের প্রধান সড়কগুলোতে এসব রিকশা চলাচল বন্ধ থাকলেও বরিশালে দিনে দিনে ব্যাটারি চালিত অটোরিকসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্নস্থানে নিষিদ্ধ হলেই সেই ব্যাটারি চালিত অটোরিকসা বরিশাল শহরে নিয়ে এসে চালনা করা হচ্ছে।

তাই অবিলম্বে বরিশালের পাঁচটি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/