• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

কাজে আসছে না ৭ কোটি টাকার সেতু

মুলাদী প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

বরিশালের মুলাদিতে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক সেতু। এতে ভোগান্তিতে রয়েছে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মৃধাহাট-নাজিরপুর-মাদরাসাহাট সড়কে নাজিরপুর ইউনিয়নের পশ্চিম বানীমর্দন খালের ওপর ৬৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক তৈরি না হওয়ায় এটি এখন ব্যবহার অনুপযোগী।

শ্চিম বানীমর্দন গ্রামের বাসিন্দা মো. রবিউল হাওলাদার বলেন, সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের ৮-১০ কিলোমিটার ঘুরে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেশি হয়। ব্যবসায়ী ও কৃষকেরাও পণ্য পরিবহনে দুর্ভোগে আছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু করে ইউনুছ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ হস্তান্তরের নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটি মূল সেতুর কাজ আট মাস আগেই শেষ করে। তবে পশ্চিম পাশে সংযোগ সড়ক তৈরির সময় একটি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাওয়ায় স্থানীয়দের বাধায় কাজ বন্ধ হয়ে যায়।

ঠিকাদার আব্দুল গনি বলেন, আমরা সেতুর মূল কাজ শেষ করেছি। কিন্তু সংযোগ সড়ক নির্মাণের সময় কবরস্থান ভাঙার আশঙ্কায় স্থানীয়রা বাধা দেন। বাধা দূর হলে শীঘ্রই সংযোগ সড়ক নির্মাণ শেষ করা সম্ভব।

এ বিষয়ে মুলাদী উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, সেতুর পশ্চিম পাশে বিকল্প পথ দিয়ে সংযোগ সড়ক তৈরির জন্য নকশা সংশোধন করে বরিশাল নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/