ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯০ জনই ঢাকার বাইরের।
এর মধ্যে বরিশালে ১৬৭ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বর্তমানে বরিশাল বিভাগে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৪২০ জন। ২৪ ঘন্টায় বরিশালে কেউ মারা যায়নি।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১ জন, যাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৫ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৪২৯ জন, যার মধ্যে চার হাজার ৪১০ জন পুরুষ ও তিন হাজার ২৭ জন নারী।
https://slotbet.online/