• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

বরিশালে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ

স্টাফ রিপোর্টার / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বরিশাল সদর জেনারেল হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পরেছে।

তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দুইদিন পরেও (১৬ জুন পর্যন্ত) বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ। এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম কিংবা পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, তুষার নামের আক্রান্ত ব্যক্তি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তার বাড়ি বরিশাল জেলার মধ্যেই। তিনি আরও বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

বরিশাল সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার (১৪ জুন) তাদের হাসপাতালে তুষার (৩০) নামের এক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পরেছে। তুষার নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা কিছুই জানা যায়নি।

তিনি আরও বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু মাত্র নাম এবং বয়স রাখা হয়। তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও নন। শুধু গায়ে হালকা জ্বর ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/