ঈদ যাত্রায় যাত্রী হয়রানি রোধে জেলা প্রশাসন, বরিশাল-এর তৎপরতা। ঈদ পূর্ব যাত্রায় বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহনে জেলা প্রশাসন, বরিশাল এর নিয়মিত মনিটরিং এর ফলে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোন পরিবহন দাবি করতে পারছে না।
ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল ও বরিশাল হয়ে পার্শ্ববর্তী অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে চলাচলকারী বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় ০৫ টি পৃথক মামলায় বিভিন্ন পরিবহনকে মোট ৫৭,০০০/- (সাতান্ন হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
বিআরটিএ, বরিশাল ও ব্যাটালিয়ন আনসার, বরিশাল উক্ত অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন। ঈদ পূর্ব ও পরবর্তী যাত্রায় যাত্রীদের হয়রানি রোধে জেলা প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে।
https://slotbet.online/