বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনগণের তোপের মুখে চাল বিতরণ বন্ধ করে দিয়েছে ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান। স্থানীয়রা জানান, সোমবার সকালে ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি জেলে কার্ডের ১১৩০ জন কার্ডধারীর মাঝে ২ মাসের ৮০ কেজি করে চাল বিতরণের ঘোষণা দেয়। ১১৩০ জনের ৮০ কেজি করে চাল বরাদ্দ ১৮০৮ বস্তুা। কিন্তু চেয়ারম্যান নিজ গোডাউনে বিতরণের জন্য ১৮০৮ বস্তুা থেকে ৫০০ বস্তুা কম ১৩০০ বস্তুা চাল উত্তোলন করেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা চাল বিতরণ বন্ধ করে দিয়ে গোডাউনে চালের বস্তুা গণনার জন্য বিক্ষোভ করেন। এসময় জনতার তোপের মুখে পরে ট্যাগ অফিসার চাল বিতরণ বন্ধ করে দেন। এবিষয়ে ট্যাগ অফিসার মো: মনিরুজ্জামান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলে কার্ডের ২ মাসের চাল বিতরণের কথা চেয়ারম্যান আমাকে জানিয়েছে কিন্তু চেয়ারম্যান গোডাউনে ৫০০ বস্তুা চাল কম উঠিয়েছে তা আমাকে জানায়নি। আমি স্থানীয়দের কাছে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে চাল বিতরণ বন্ধ করে দিয়েছি। চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান জানান, চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/