• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

বরিশালের হকারদের মাঝে গোশত বিতরণ করলেন রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
Oplus_16908288

শহীদ জিয়াকে যারা মুছে দিতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (৩ জুন) বরিশাল হকার্স ইউনিয়নে নিজস্ব কার্যালয়ে আয়োজিত ও হকারদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে গোশত বিতরণ এবং সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও সাধারণ নেতাকর্মী কর্তৃক আয়োজিত চরআইচা এআরখান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্সিকী উপলক্ষ্যে চারদিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, বিগত দিনে যারাই শহীদ জিয়াকে মুছে দিতে চেয়েছে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ তিনি তার কর্ম দিয়ে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
তিনি একদিকে জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অপরদিকে স্বাধীনতার পর শেখ মুজিবের নিষিদ্ধ করা গণতান্ত্রিক রাজনীতি এবং গণমাধ্যমের স্বাধীনতাকে পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে ফিরিয়ে দিয়েছিলেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, গত সাড়ে ৯ মাসে দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরে আসেনি।
দেশকে স্থিতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই।
রহমাতুল্লাহ বলেন, বর্তমান সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের কারণে গ্রহণযোগ্য ও নিরপেক্ষে নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হচ্ছে। যা অত্যন্ত দু:খজনক। এমনকি তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, সে ধরণের আশংকাও জনসাধারণের মাঝে বিরাজ করছে। যা চব্বিশের ছাত্র-গণ অভ্যুথানের আকাঙ্ক্ষার পরিপহ্নী।
বরিশাল সংবাদপত্র ইউনিয়নের সভাপতি মো: নেছার জোমাদ্দারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহীন হাফিজ, নগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, শ্রমিক কল্যান ফেডারেশনের নগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক দাইয়ান ঈশতী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন।
চরকাউয়া ইউনিয়নে চরআইচা ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ আতিকুর রহমান শাহতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক শালেহ আহমেদ সোহেল, সাবেক যুগ্ন আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মঞ্জুর হোসেন খন্দকার ও চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো: সাইফুল ইসলাম হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/